মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়। ঘোষণাকৃত বাজেটে সম্ভাব্য আয় ও ব্যয় ধরা হয় এক কোটি ৪ লাখ ৩৮ হাজার টাকা।
দর্শনপাড়া ইউনিয়ন উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি’র চেয়ারম্যান মো. শাহাদত হোসেন সাব্বির। অতিথি ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু বাক্কার, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, দর্শনপাড়া শহীদ কামারুজ্জামান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম মাসুদ, দর্শনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী ও সাবেক প্রধান শিক্ষক সামশুল হক, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি আক্কাস আলী, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক হায়াৎ আলী, ইয়ামিন আলী।রু
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারিসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার জনগণ। বাজেট উপস্থাপন করেন ইউপি’র সচিব আব্দুল্লাহ হেল কাফী। সম্ভাব্য আয় ও ব্যয় ধরা হয় এক কোটি ৪লাখ ৩৮ হাজার টাকা।