শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নগরীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তালাইমারি শহীদ মিনার মোড়ে ভারতীয় সহকারী হাই কমিশন রাজশাহী ও পদ্মা সাধারণ গ্রন্থাগার এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পদ্মা সাধারণ গ্রন্থাগার ভবনের সভাপতি হাসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন পদ্মা সাধারণ গ্রন্থাগার ভবনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।