মঙ্গলবার, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিশেষ কায়দায় বহনকালে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সায়মা খাতুন (২৮)। নগরীর কর্ণহার থানার মোল্লাডাইং এলাকার বাসিন্দা তিনি।
নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে পুলিশ ৫০ বোতল ফেন্সিডিলসহ সায়মা খাতুনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।