বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১২ই আশ্বিন, ১৪৩০ বং।
ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাট আম ফাউন্ডেশনে আম ক্রয় বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে আম ফাউন্ডেশন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আম ক্রয় বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।
আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুনসুর আলীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, আড়ৎ সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, আম ফাউন্ডেশনের সাবেক সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, সহ-সভাপতি কামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন, সহ—-ভাপতি মৌদুদুর রহমান শাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রবিউল, কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ানসহ আম ফাউন্ডেশনের বিভিন্ন এলাকার প্রতিনিধি, বাগান মালিক, আড়ৎদার, আম ক্রেতা ও বিক্রেতা। বক্তারা অসাধু ব্যবসায়ীদের সাবধান করে বলেন, অসাধু অপতৎপরতা অবলম্বন করলে আম ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।