শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে দুইপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সংঘর্ষে নিহতের নাম নাম মো. ওয়াহেদ (৬০)। তিনি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট আমতলী ঝিকড়া গ্রামের বাসিন্দা। তুচ্ছ ঘটনায় ভাতিজাদের মারপিটে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সকালে মারামারিতে ওয়াহেদ গুরুতর আহত হন। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তার ভাতিজা হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে সকালে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
এতে দুপক্ষের পাঁচজন আহত হন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয় হলে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ মারা যান।
ওসি আরও জানান, ওয়াহেদের মৃত্যুর পর অভিযুক্তরা পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।