শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আলোচিত দীর্ঘ ৩০ বছরের সেদ্দা ও শাহীনের গ্রুপের বিরোধের সমাধান করা হয়েছে।
বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নির্দেশনায় বুধবার বিকেলে উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুটি পক্ষের মধ্যকার বিবাদের নিরাসনের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল রশিদ, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, থানার পরিদর্শক জালাল উদ্দীন, পরিদর্শক (তদন্ত) আলমাস আলী সরকার। সভা শেষে উভয় পক্ষের সম্মতিতে মিমাংসার মাধ্যমে সমাধান করা হয়।
উল্লেখ্য, নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে মসজিদের জায়গা-জমি এবং ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার প্রতিষ্ঠা করার জন্য প্রায় দীর্ঘ ত্রিশ বছর ধরে দুটি পক্ষ বিবাদ করে আসছিল। তারই ধারাবাহিকতায় উভয় পক্ষ আপোষ নামায় স্বাক্ষর করেন এবং উক্ত বিষয়ে তাদের মধ্যে আর কোন বিরোধে লিপ্ত হবে না বলে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করেন এবং যে যার মতো করে শান্তিপূর্নভাবে বসবাস করবে বলে সংকল্প ব্যক্ত করেছেন।