রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানহুয়াতোর সেলায়া শহরের একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ১৫ জনের মতো সশস্ত্র ব্যক্তি ওই হোটেলে ঢুকে গুলি ও পেট্রল বোমা ছোড়ে। এ বন্দুকধারীরা কাছাকাছি দুটি বারেও হামলা চালায়।
ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা গেলেও কারা এ হামলা চালাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে সে বিষয়ক কোনো বিবৃতি পাওয়া যায়নি, জানিয়েছে বিবিসি। সান্তা রোসা দে লিমা ও জালিসকো নিউ জেনারেশন কার্টেল নামের প্রতিদ্বন্দ্বী দুটি সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে সাম্প্রতিক সময়ে সেলায়ায় ব্যাপক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।
সান্তা রোসা দে লিমা নামের চক্রটি মূলত চাঁদাবাজি ও জ্বালানি চুরির সঙ্গে জড়িত; এর সাবেক নেতা হোসে ইয়েপেজকে চলতি বছরের শুরুর দিকে ৬০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২০ সালে তাকে আটক করা হলে তা সান্তা রোসা দে লিমার ওপর বড় ধরনের ধাক্কা হিসেবে হাজির হয়; তার উত্তরসূরী হওয়ার লড়াই সহিংসতা আরও উসকে দিয়েছে।