সর্বশেষ সংবাদ :

বাগমারার বড়বিহানালী ইউপির বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের সচিব রেজাউল করিম এক কোটি ৩৭ লাখ ২০ হাজার ৫১০ টাকার বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়বিহানালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদেশ কুমার। অন্যদের মাঝে মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মুস্তারিন খানম, পরিষদের হিসাব সহকারী কামাল হোসেন, সিয়াফুল ইসলাম, শাহিন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মে ২৬, ২০২২ | সময়: ৩:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ