সর্বশেষ সংবাদ :

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হওয়ায় অধ্যক্ষকে সংবর্ধনা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করেন কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও অত্র কলেজের সাবেক সহকারী অধ্যাপক রেজাউল করিম।

বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মুহসিন আলী ও সাদিকুল ইসলাম, প্রভাষক মিজানুর রহমান, মাহবুবর রহমান ও মুখলেসুর রহমান, দ্বাদশ শ্রেনীর ছাত্র মাহমুদুন নবী, একাদশ শ্রেণীর ছাত্র সোহাগ আলি প্রমুখ। অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর তাঁকে সম্বর্ধিত করায় সকলকে ধন্যবাদ জানান।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: মে ২৫, ২০২২ | সময়: ৮:১৪ অপরাহ্ণ | Daily Sunshine