বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
মোহনপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারন সম্পাদক জুয়েল এর কুরুচিপূর্ন বক্তব্যের তীব্র প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মোহনপুর উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২৫ মে) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোরসেদ আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলটি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা গেট ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ছাত্রলীগের ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি একরামুল হক বিজয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
সানশাইন / শামি