শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল আহবায়ক কমিটি গঠনের লক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমল্পেক্সে ভবনের হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দুর্গাপুর উপজেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল রাজশাহী জেলা শাখার সভাপতি মাহামুদ হাসান ফয়সল।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল জেলা শাখার সদস্য মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, নছিমুদ্দিন নাছিম, শ্রী পরমেশ, মুনছুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধার সন্তান সেলিম রেজাকে আহবায়ক ও দীপক চন্দ্র কবিরাজকে সদস্য সচিব মনোনীত করে দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠণ করা হয়। আহবায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠণের নির্দেশনা দেয়া হয়।