শনিবার, ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিগত কয়দিন এর টানা ঝড়, বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে স্কুল, বাড়ীঘর, ফসলি জমির ধান, গাছপালা ও রাস্তাঘাট। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কালবৈশাখীর ছোবলে লন্ডভন্ড হয়েছে বাড়ীঘর ও গাছপালা। রাধানগর, পার্বতীপুর ও রহনপুর ইউনিয়নের অধিকাংশ এলাকায় জমির ধান পানিতে ডুবে গেছে। বাঁধ ভেঙ্গে যাওয়ায় কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ধান পরিবহনে।
রহনপুরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে আগুন লেগে পুড়ে গেছে জমির ধান। চরম ক্ষতি হয়েছে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের। ঝড়ে টিনের চাল উড়ে গেছে, ভেঙ্গে গেছে ঘরের বেড়া। ফলে খোলা আকাশের নীচে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ঘূর্ণিঝড়ে তার স্কুলের বেশ কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সকলকে লিখিতভাবে জানানো হয়েছে।
সানশাইন/তৈয়ব