নিয়ামতপুরে শুমারি কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে জনশুমারি ও গৃহগননা-২২ এর আয়োজনে শুমারি কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নবনির্মিত উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা শুমারি কমিটির সদস্য সচিব ও সমন্বয়কারী আব্দুল বারীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল্লাহ, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ভাবিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলামসহ অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধিবৃন্দ।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: মে ২৩, ২০২২ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine