সর্বশেষ সংবাদ :

এতিমদের মাঝে ডা. অর্ণার ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার :রাজশাহী নগরীর এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ডা. আনিকা ফারিহা জামান এ ঈদ উপহার বিতরণ করেন।

রবিবার (১ মে) উপশহরে অবস্থিত নিজ বাসভবনে ঈদ উপহার বিতরণের পাশাপাশি এতিম শিশুদের মাঝে ঈদ সালামিও প্রদান করেন ডা. অর্ণা জামান।

ডা. আনিকা ফারিহা জামান অর্ণা রাজশাহীতে অবস্থিত বিভিন্ন মাদ্রাসায় অবস্থিত এতিম শিশু, মাদ্রাসার শিশু, পথচারী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রথম রমজান থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার ও সেহেরি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

একইসাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এতিম শিশু ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসাবে জামা , পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন ডা. অর্ণা জামান।


প্রকাশিত: মে ১, ২০২২ | সময়: ১০:৩৩ অপরাহ্ণ | সানশাইন