সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ট্রাক প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার রাত তিনটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে কয়েন গোরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মনিরুজ্জামান (৩৬) ও আল মাহবুব (৪২)। তারা চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতোলা পশুরহাটপাড়া ও গহরপুর এলাকার বাসিন্দা।

 

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী নোহা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-৭৫৮৬) সাথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাবনা গামী বালু বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২২-৪৮৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোহা মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নোহা মাইক্রোবাসের চালক ও একযাত্রী নিহত হয়। আহত আরো তিনজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাক ও নোহা মাইক্রোবাসটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: মে ১৮, ২০২২ | সময়: ১২:৪৩ অপরাহ্ণ | Daily Sunshine