শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন আব্দুল মান্নার (৪৮)। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশু কন্যা।
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা। তাৎক্ষনিকভাবে এই তিনজনের-নাম পরিচয় পাওয়া যায়নি।