রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে বৃষ্টির সময় বজ্রপাতে হৃদয় নামে ১৩ বছরে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় হৃদয় তার বাড়ির অদূরে একটি ইউক্যালিপটাস গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে তার ওপর বজ্রপাত ঘটে।
এতে হৃদয় গুরুত্বর বজ্রাহত হলে পাড়া-প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে- সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সানশাইন / শামি