রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী নগরীতে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরন ছাত্রলীগ।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকেলে নগরীর তালাইমারী মোড়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক তরিকুল ইসলাম তরিক এর উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম সজল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা, উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান অয়ন, ছাত্রলীগ নেতা মীম আল মাহমুদ ইশতিয়াক, হৃদয়, ইমন, ফাহিম, বান্টু প্রমুখ।