সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাসের কারণে দুবছর পর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাব এর উদ্যোগে আবারও জাকজমকভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২৫ এপ্রিল সোমবার বিআরডিবি হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর নির্বাহী পরিচালক আকতার হোসেন, শাহজামাল, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, নিয়ামতপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, সোনালী ব্যাংক নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক মোঃ মোক্তাদিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার হযরত আলী, মডেল কেয়ারটেকার ইব্রাহীম খলিল, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা ডালিম, জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক সাহান সা, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, কার্য নির্বাহী সম্পাদক নূরুন নবী, রাসিকুল ইসলাম, এস,এ সাগর, ইমরান ইসলাম, শাকিল আহমেদ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান।

সানশাইন/ শামি


প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ | সময়: ১:০১ অপরাহ্ণ | Daily Sunshine