রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
রাজশাহীর ভদ্রায় ওলীবাবার মাজার গেট সংলগ্ন জামালপুর মোমেনা হাফিযিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা শাখার সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি (রুয়েট) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম সুদাইজ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম বিপু।