মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: বিএনপি নেতা ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় তাকে আটক করে পুলিশ। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ইশরাকের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই আটক করা হতে পারে। তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন।” বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় ইশরাককে পুলিশ আটক করেছে। এখনও তিনি মতিঝিল থানায় আছেন। কেন তাকে আটক করা হয়েছে এই বিষয়ে আমরা এখনও কিছু জানি না।” ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। তিনি সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে। সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি।