সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘার আলোচিত মাদক ব্যবসায়ী ও ৮ মামলার আসামী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলিগ্রাম এলাকায় তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার সীমান্তবর্তী কলিগ্রাম এলাকার মাদক সম্রাট রফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। তার পিতার নাম মৃত ইয়াদ আলী । তার নামে কেবল বাঘা থানায় ৮ টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় ওয়ারেন্ট থাকায় সে আত্নগোপনে ছিলো।
বাঘা থানা পুলিশের একটি মুখপত্র জানান, রফিকুল ইসলামকে পুলিশ অনেক দিন থেকে খুজছে। কারণ সে অত্র এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী। সর্বশেষ সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট মূলে তাকে আটক করে পুলিশ।
বাঘা খানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাঘায় মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে ১৩১ জনের নাম উঠে এসছে। এরা কেউই রেহাই পাবেনা। রফিকুল ইমসলামকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।