সর্বশেষ সংবাদ :

সিইসি: উচ্চ রক্তচাপ ছাড়া আর কোনো চাপ নেই

ঢাকা অফিস: সম্প্তি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী হাবিবুল আউয়াল। নিয়োগের পর রাজনৈতিক মহল বা অন্যকোনো মহল থেকে কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন তিনি।  মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এ সময় কিছুটা ঠাট্টার ছলে তিনি বলেন, “আমার নিজেরই উচ্চ রক্তচাপ রয়েছে৷ এরসঙ্গে কিছুটা দায়িত্বের চাপ রয়েছে। তবে রাজনৈতিকভাবে চাপের কোনো প্রশ্নই আসে না। এ ধরনের কোনো চাপ আমাদের কারোরই নেই।” নির্বাচন কমিশন স্বাধীনভাবে করে এবং করবে জানিয়ে তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি, সমঝোতার বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলাপ–আলোচনা করবে। এ বিষয়ে আমরা কী করব, সেটি সহকর্মীদের সঙ্গে সভা করে, নিজেদের মধ্যে কাজ করে সিদ্ধান্ত নেব। নির্দিষ্টভাবে নির্বাচন নিয়ে আমরা কীভাবে এগুবো, সে বিষয়ে আমাদের আরও চিন্তাভাবনা করতে হবে।”এসময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার, ঢাকা জেলা প্রশাসক সহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কমিশনার মনির হোসাইন খানসহ প্রমুখ।


প্রকাশিত: মার্চ ১, ২০২২ | সময়: ২:৩৩ অপরাহ্ণ | সুমন শেখ