সর্বশেষ সংবাদ :

বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকা অফিস ঢাকা অফিসঃ কোভ্যাক্স’র মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার জনগণের পক্ষ থেকে সর্বশেষ এই অনুদানটির মাধ্যমে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিলো যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা দিলো দেশটি।

ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের মধ্যে সারাবিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা অনুদানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্বদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের তৈরি টিকার এই ধারাবাহিক অনুদান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’ অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেন, ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এই অনুদানের মাধ্যমে বিশ্বের অন্য যেকোনও দেশের চেয়ে বাংলাদেশকে বেশি টিকা প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২ | সময়: ১১:৫৬ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর