বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: চার শতাধিক বাংলাদেশি ইউক্রেন থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। এরমধ্যে পোল্যান্ডে প্রায় ৪শ’, হাঙ্গেরিতে ১৫ এবং রোমানিয়ায় তিন জন আশ্রয় নিয়েছেন। এছাড়া আরও সাত জন শিগগিরই রোমানিয়ায় পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ৪৬ জন দূতাবাস কর্তৃক ব্যবস্থা করা আবাসে রয়েছেন। বাকিরা নিজেরাই ব্যবস্থা করে নিয়েছেন। ইউক্রেনে অবস্থানরত ২৮ বাংলাদেশিকে রেড ক্রসের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছে দূতাবাস। এছাড়া ইউক্রেনের জেলেরা বাংলাদেশিদের খুঁজে বের করার চেষ্টা করছে। যারা দেশে আসতে চায় তাদের ফেরত আনা ব্যবস্থা করছে সরকার।