রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার আদমদীঘিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ উপ পরিদর্শক রবিক হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড় আখিরা গ্রামের
আব্দুল জব্বারের ছেলে বেলাল হোসেন (৪০) ও সান্তাহার পৌর শহরের লকু পশ্চিম কলোনী দীঘিরপাড় এলাকার মৃত বশির শেখের ছেলে উজির শেখ (৫৫)।
জানা যায়, রবিবার সকালে সান্তাহার পুলিশ ফাঁড়ির একটি টিম পৃথক মাদক বিরোধী অভিযানে পরিচালনা করেন। এসময় বড়আখিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়
সংলগ্ন এলাকায় ১০০ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইনসহ বেলাল হোসেন এবং সান্তাহার পৌর শহরের রেলগেট বটতলা মোড় থেকে ১০০ গ্রাম গাঁজাসহ উজির শেখকে গ্রেফতার করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।