শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলির চারপাশে যুদ্ধ চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে দেশটির সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, রাজধানী কিয়েভ পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করছে রুশ বাহিনী। এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা। কিয়েভের মাইডান স্কয়ারের কাছে অনেক জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া শহরের ত্রয়েশ্চিনা এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, শহরটির চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা শহরের আশেপাশে ৫০টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানে গোলাগুলির আওয়াজ শোনা গেছে।