সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাবেক সভানেত্রী, কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও সাংবাদিক সরকার দুলাল মাহবুবের ফুফু সফুরা সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজেউন)।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ভোরে পবা উপজেলার নওহাটাস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন থেকে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিন নওহাটা পৌরসভার তেঘর গ্রামে জুম্মার নামাজ অন্তে জানাযার নামাজ শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে অংশ নেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হোসেন, জাতীয় পার্টি পবা উপজেলা কমিটির সভাপতি আব্দুল মালেক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওবায়দুল্লাহ খান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম, বিএনপি’র নেতা এ্যাড. হাবিবুর রহমান হাসিবুল, মামুনুর সরকার জেড, সাংবাদিক সরকার দুলাল মাহবুব, রাজশাহী জেলা ছাত্রলীগ সহসভাপতি শাহরিয়ার শিমুল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ।