বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় মছির উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মছির উদ্দিন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। শুক্রবার বেলা ১২ টার দিকে জোতবাজার-বান্দাইখাড়া সড়কে দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফকির্নি নদীর মোহনা থেকে বান্দাইখাড়া সড়কের বর্ধিতকরণ ও সংস্কারের কাজ চলছে। পুরাতন এ সড়কের ইটের খোয়া খননযন্ত্রের সাহায্যে তুলে ট্রাক্টরের সাহায্যে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ধাক্কায় আহত হয়ে মারা যান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।