বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটি বাড়িতে দুর্বত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে গরু-ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র। বৃহষ্পতিবার গভীর রাতে সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের কুজাগাড়ি পঞ্চিম পাড়া আমজাদ হোসেনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাড়ির মালিক আমজাদ হোসেন জানান, বৃহষ্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে নিয়ে আগুন নেভানো হয়। ততক্ষণে ওই ঘরে থাকা আসবাপত্র, ২টি গরু ও ২টি ছাগল পুড়ে যায়। এতে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আমজাদ বলেন, ইউপি নির্বাচনে মেম্বার প্রাথী ইয়ার আলী সাহা পক্ষে কাজ না করায় তার সাথে আমার দ্বন্দ্ব হয়। এই জেরে বৃহষ্পতিবার রাতে আমার একটি ঘরে আগুন ধরিয়ে আমার বাড়ির মেন গেটে তালা ঝুলিয়ে দেয়। যাতে আমরা কেউ বের হতে না পারি।
স্থানীয়রা তালা ফেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। ৯৯৯ ফোন দিলে পুলিশ খবর ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করবো বলেও জানান তিনি।