সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কেডি স্কুল মিলানায়তনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস।
নওগাঁ জেলা মহিলা দলের আহবায়ক রায়হান আকতার রনির সভাপতিত্বে ও জেলা মহিলা দলের সদস্য সচিব শবনম মোস্তারী কলি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সীমা চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের টিম প্রধান (রাজশাহী বিভাগ) বেগম জাহান পান্না, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের (রাজশাহী বিভাগ) টিম সদস্য লাভলী রহমান, পূর্ণিমা ইসলাম, রোকসানা বেগম টুকটুকি, মাহফুজা বেগম।
জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান, যুগ্ম-আহবায়ক নাছির উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর জেলা মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।