শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: রাশিয়ার হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে এবং এসব তথ্য সংগ্রহ করে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। শুক্রবার ইউক্রেনের একটি কিন্ডারগার্টেনে এবং একটি এতিমখানায় রাশিয়া হামলা করেছে উল্লেখ করে টুইটবার্তায় এ কথা জানান তিনি।
টুইটে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘একটি কিন্ডারগার্টেন এবং একটি এতিমখানায় আজকের রুশ হামলা যুদ্ধাপরাধ এবং রোম চুক্তির লঙ্ঘন।’ ‘আমরা জেনারেল প্রসিকিউটর অফিসকে সঙ্গে নিয়ে এ ঘটনা এবং অন্যান্য ঘটনার তথ্য সংগ্রহ করছি। অবিলম্বে আমরা এগুলো হেগে পাঠাবো। কেউ কোনোভাবে দায়িত্ব এড়াতে পারবে না,’ বলেন তিনি।