সর্বশেষ সংবাদ :

প্রাইভেট পড়ে বাড়িতে যাচ্ছিল স্কুলছাত্রী, উত্ত্যক্ত করায় তিন যুবকের দণ্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীকে ইভটিজিং (উত্ত্যক্ত) করায় তিন যুবককে মোবাইল কোর্টে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় এই দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক। দণ্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার আন্দারকোটা গ্রামের ছোলায়মান আলীর ছেলে সুমন (২০), মৃত আব্দুস সাত্তারের ছেলে আবু সাঈদ (১৯) ও আলাউদ্দীনের ছেলে তমাল (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী হেলালিয়া হাট এলাকায় প্রাইভেট পড়ার শেষে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল এক স্কুল ছাত্রী। বাড়ি ফেরার পথে মোটরসাইকেল যোগে তিন বন্ধু ওই ছাত্রীর পথরোধ করে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করে। বিষয়টি দেখতে পেয়ে তিন যুবককে আটক করে এলাকাবাসি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে আটক করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। পরে সান্তাহার পৌরসভা চত্বরে
রাতে ওই তিন বখাটে যুবককে মোবাইল কোর্টে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান, সান্তাহার পুলিশ ফাঁড়ির এ এসআই রুস্তুম ফারুক উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ | সময়: ৩:৫৯ অপরাহ্ণ | সুমন শেখ