সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে রিকশায় ফেলে আসা শিক্ষার্থীর ল্যাপটপ উদ্ধার

স্টাফ রিপোর্টার: আরএমপি মতিহার থানা পুলিশের প্রচেষ্টায় অটো রিকশায় ফেলে যাওয়া রাবিতে ভর্তি পরিক্ষার্থীর ল্যাপটপ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।
সোমবার সেই হারানো ল্যাপটপ উদ্ধার করে শিক্ষার্থীর হাতে তুলেদেন মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহীন।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী মোঃ মেহেদী হাসান গত ১১-০২-২০২২ তারিখ দুপুর দেড়টার দিকে তালাইমারী মোড়ে অটোরিকশায় ভাড়া দিয়ে তার ল্যাপটপ রেখে চলে আসে। এ ঘটনায় ওই পরীক্ষার্থী মতিহার থানায় একটি সাধারণ ডায়েরী করে।
পরবর্তীতে হারানো ল্যাপটপ উদ্ধারে মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিনের নির্দেশনায় এসআই পলাশ আলী এবং সেকেন্ড অফিসার এসআই মোঃ তাজ উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে পুলিশ সদস্য ওবাইদুর রহমান, মোঃ আসাদুজ্জামান এবং সাইবার ক্রাইম ইউনিট, আরএমপির সহযোগিতায় উদ্ধারকৃত ল্যাপটপ শিক্ষার্থীর হাতে তুলেদেন মতিহার থানার ওসি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২ | সময়: ৮:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ