সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে গরু ও মানুষ বোঝাই নছিমনের ধাক্কায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম আকুল হোসেন (৪০)। তিনি উপজেলার হারোয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া নতুন বাজার এলাকায় রাস্তা পারা হওয়ার সময় নাটোর থেকে পাবনা গামী গরু ও মানুষ বোঝাই শ্যালো মেশিন চালিত নছিমন গাড়ী একজন ব্যাক্তিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
বনপাড়া হাইওয়ে থানার মশিউর রহমান বলেন, ভডভটির ও চালককে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।