শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভূমিকম্পের সময় আতঙ্কে অসুস্থ হয়ে মাহেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল চারটার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহেলা বেগম কয়েন গ্রামের মৃত আবু ফকিরের স্ত্রী।
নিহতের নাতনী জামাই মিজানুর রহমান জানান, দুপুরের খাবার খেয়ে মাহেলা বেগম নিজ শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন। দুপুর ৩ টা ৩৫ মিনিটের দিকে আকস্মিক ভূমিকম্পে খাটসহ ঘর কেঁপে উঠলে আচমকা তার ঘুম ভেঙ্গে যায়। এ সময় তিনি চরম আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন এবং অস্থির হয়ে পড়েন। পরে খবর দিলে দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসক এসে ওষুধ দেয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় পল্লী চিকিৎসক শিহাব উদ্দিন জানান, খবর পেয়ে আমি সেখানে গিয়ে তার প্রেসার মাপতে মাপতেই তিনি মারা যান। ভূমিকম্পের আতঙ্গে হার্টফেল করে তার মৃত্যু হয়েছে বলেই মনে হচ্ছে।
নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য জেসমিন সুলতানা বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। ঘুমিয়ে থাকা অবস্থায় ভূমিকম্প হওয়ায় তিনি হয়তো বেশি আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলেন।