সর্বশেষ সংবাদ :

রাবি বাসে প্রতিবন্ধী আসন সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন

সানশাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাসে প্রতিবন্ধীদের জন্য ৫টি করে আসন সংরক্ষণ করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসসমূহে প্রতিবন্ধীদের জন্য ৫টি করে বিশেষ প্রতীক দিয়ে চিহ্নিত আসন সংরক্ষণ করা হচ্ছে। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, পরিবহন প্রশাসক মোকছিদুল হক, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাসসহ ফিজিক্যাললি চ্যালেঞ্জড ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত ৫০৯তম সিন্ডিকেট সভায় এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। একই সিদ্ধান্ত সূত্রে একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্যান্য ভবনের মূল প্রবেশপথে সিড়ির একপাশে র‌্যাম্প প্রস্তুত করা; আবাসিক হলসমূহের নিচতলায় ১ম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘন্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করা ও শ্রুতিলেখক নিয়োগ সহজীকরণ করাও হচ্ছে।

 


প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২ | সময়: ৫:১৫ অপরাহ্ণ | সুমন শেখ