রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আট কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা টোকনা গ্রামের মংলু আলী ওরফে ইমন (২২) ও সাতরশিয়া গ্রামের মিজানুর রহমান (২০)।
রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর বেলপুকুর এলাকায় একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করে। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুজনে গাঁজার চালানটি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।