বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: শনিবার বিকেলে চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তরকালে হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী এ কথা বলেন। এর আগে তিনি বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। হাইকমিশনার বলেন, ভারত সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। এ সময় তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারিসহ উপস্থিত ছিলেন।