মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও প্রচার কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বার ভবনে আইনজীবীদের সাথে গণসংযোগ করেন সিটি মেয়র। গণসংযোগ শেষে রাজশাহী বার এসোসিয়েশনে ভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাসিক মেয়র। সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান মেয়র।
উল্লেখ্য, রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২২ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী একরামুল হক।