বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: নিরাপদ সড়ক এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের দাবির পাশাপাশি শিক্ষার্থী সিয়াম হত্যার বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় এলকাবাসীর পক্ষে মানববন্ধন শেষে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পত্নীতলা উপজেলার মহাসড়ক গুলোতে বেপরয়া যানবাহনের কারণে দিন দিন সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে অনেক সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, আমরা কাজ শেষে নিরাপদ সড়কে পরিবারের মানুষের কাছে ফেরত যেতে চাই এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থী সিয়াম হত্যার বিচারের দাবি জানাই।
এসময় ৭ দফা দাবী জানানো হয়। আর আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়। এ সময় ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আছির উদ্দিন, গত মঙ্গলবার সড়কে নিহত সিয়ামের বড় ভাই সজিব শিক্ষার্থী ও সুধীজন। মানববন্ধন শেষে ¯সংসদ সদস্য বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রদান করা হয়।
উল্লেখ্য, জানুয়ারী থেকে এপর্যন্ত পত্নীতলা উপজেলায় সড়কে দুর্ঘটনায় প্রায় ২০ জনের প্রাণহানী হয়েছে বলে জানাগেছে।