মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জিইডি কক্ষে অভিজ্ঞতা বর্ণনা সেমিনারে ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর নবনিতা ভট্ট এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর দোলন চক্রবর্তী তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির আইকিউএসি সেলের পরিচালক প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক আবদুল কুদ্দুসের সঞ্চালনায় সেমিনারে ইউনিভার্সিটির ১০টি বিভাগের কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন।