সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গাড়ফা গ্রামে এঘটনা ঘটে।
ছিনতাইকারীর নাম হেলাল উদ্দিন (৪৫)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার চামটা পশ্চিমপাড়া গ্রামের মৃত রুস্তম মোল্লার ছেলে ইজিবাইক চালক আলীর ইজিবাইকে যাত্রীবেশে রাজাপুর বাজার থেকে জোনাইল বাজারে যাওয়ার জন্য উঠে। ইজিবাইটি গাড়ফা এলাকায় পৌছালে চালক আলীকে বেঁধে ছিনতাইয়ে চেষ্টা করে। চালক চিৎকার দিলে স্থানীয় ব্যাক্তিরা এগিয়ে এসে ছিনতাইকারী হেলাল উদ্দিনকে আটক করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ছিনতাইকারীকে গ্রেপ্তার করে কোটে প্রেরণ করা হয়েছে।