শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) মাহবুব আলম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর স্টাণ্ডান্ডিং কমিটির কো- চেয়ারম্যান (হোটেল, মোটেল, রিসোর্ট অ্যাণ্ড গেস্ট হাউস ডেভেলপমেন্ট) হিসেবে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জসিম উদ্দিন তাকে কো- চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন।
মাহবুব আলমকে কো-চেয়ারম্যান মনোনীত করায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জসিম উদ্দিনকে ধন্যবাদ জানান।
মাহবুব আলম জানান, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জসিম উদ্দিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার অবস্থান থেকে দেশের উন্নয়ন অগ্রগতি ও ব্যবসায়ীদের স্বার্থে দায়িত্ব পালনে কাজ করে যাব।