সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস/২২ এবং ঐতিহাসিক ৭মার্চ দিবস পালন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। এসময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলার প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরীসহ মুক্তিযোদ্ধাগণ, অন্যান্য কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সূধীজন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর