সর্বশেষ সংবাদ :

অমর একুশে বইমেলা শুরু আজ

ঢাকা অফিস: অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় মেলা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারির কারণে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মেলা আরম্ভ হয়নি। আজ  সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অমর একুশে বইমেলা–২০২২ উপলক্ষে বাংলা একাডেমি সংবাদ সম্মেলনের আয়োজন করে।  সেসময় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা হবে। এর মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার মেয়াদ বাড়তে পারে। এখন দুই সপ্তাহের জন্য মেলা হচ্ছে। প্রকাশকদের কাছ থেকেও স্টল বরাদ্দের ভাড়া অর্ধেক নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাশিল্পী, কবি ও গবেষকদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এবারের মেলার প্রতিপাদ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এক মাসের পরিবর্তে এবার দুই সপ্তাহব্যাপী চলবে মেলা। ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়া কথা রয়েছে মেলা। সংক্রমণ পরিস্থিতির উন্নতি হলে বাড়তে পারে মেলার মেয়াদ। এবারের মেলায় কঠোরভাবে মানা হবে স্বাস্থ্যবিধি। মেলায় প্রবেশ করতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। মাপা হবে শরীরের তাপমাত্রা। সাধারণ দর্শনর্থীর জন্য মেলায় প্রবেশে টিকার সনদ না লাগলেও ফুডকোর্টে বসতে হলে দেখাতে হবে ভ্যাকসিন কার্ড।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২ | সময়: ১:৫১ অপরাহ্ণ | সুমন শেখ