শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা এবারো ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। রবিবার দুপুর ১২টার দিকে ফল প্রকাশিত হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের চেয়ে এ বছর জিপিএ-৫ বেড়েছে। এ বছর রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৫৬৮ জন।
এ বছর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ১৪ হাজার ৪০০ জন। আর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১৮ হাজার ৪০০ জন। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রের চাইতে এগিয়ে রয়েছে ছাত্রীরা। শুধু তাই নয়, পাসের হারেও ছাত্রীরা ছাত্রদের পেছনে ফেলেছে। এ বছর ছাত্রের পাসের হার ৯৬.৫২ এবং ছাত্রীর পাসের হার ৯৮.৫১।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৫০ হাজার ৯১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৩ হাজার ৪৮৯ জন। এ বছর ৮ জেলার ৭৬৯ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল শিক্ষার্থীরা। এর মধ্যে ১৬২ কলেজের সব শিক্ষার্থী পাস করেছে।