বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বর্তমান বাজার মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে দেশের সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিএফইউজের নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান।
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়নের জোর দাবি জানান। এছাড়াও সভায় বিএফইউজে ভবন নির্মাণের প্রস্তাব উত্থাপন করা হয়।
মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় সভায় সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মধুসূধন মণ্ডল, মোশাররফ হোসেন, মাহমুদুল আলম নয়ন, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, মহসীন কাজী, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য উম্মুল ওয়ারা সুইটিসহ সকল অঙ্গ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।