রবিবার, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে করোনা সংক্রমন নিয়ন্ত্রনে সকল দোকান রাত ৮টার পরে বন্ধ রাখার যে বিধি নিষেধ ছিলো তা প্রত্যাহার করা হয়েছে। রবিবার এ বিধিনিষেধ প্রত্যাহার করে রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।
রবিবার গনমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী জেলায় সকল বিপনীবিতান, শপিংমল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান গত ২৮-০১-২০২২ তারিখ জারিকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে রাত ৮টা হতে সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
বর্তমানে রাজশাহী জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার নিম্মগামী হওয়ায় জারিকৃত বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ (সোমবার) থেকে পূর্বের মতো সকল দোকান পাট চলবে বলে রাজশাহী জেলা প্রশাসক সাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।