বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি : প্রবাসী সাংবাদিক ডেইলি ফিনল্যান্ডের সিনিয়র রিপোর্টার, দৈনিক যুগান্তর রাজশাহী ব্যুরোর সাবেক ফটোসাংবাদিক আব্দুল্লাহ ইকবালের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ এম শামসুল বারীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
রবিবার দুপুরে আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক শোকবার্তায় বলেন, সাংবাদিক আব্দুল্লাহ ইকবালের পিতার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে সাংবাদিক ইকবালের বাবার মৃত্যুতে দৈনিক সানশাইনের পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায়, মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।